// চেতনার ছাপ //
(কোঠা আন্দোলন)
সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা খুলনা
19/12/24
চলো, আমরা সত্যিই কিছু রেখে যাই,
যা সময়ের চেয়েও বড়, মৃত্যু ছুঁতে পারে না।
কবিতার চেয়ে তীক্ষ্ণ, আগুনের চেয়েও কোমল,
একটা ভাষা, একটা বুকে পোরা প্রতিজ্ঞা।
চলো, আমরা রেখে যাই না বলা কান্নার ইতিহাস,
যেখানে শহিদের রক্ত ঝরে না,
বরং লেখা হয়, আগামীর জাতিগঠনের আয়নায়।
একটা চিৎকার, যা নিঃশব্দেও গর্জে ওঠে,
“আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি সত্য হয়ে।”
চলো, আমরা রেখে যাই সেই দেয়াল-লিখন,
যা মুছে ফেলবে না সময়, না শাসক।
একটি বোনের চোখের জল,
একজন রিক্সাওয়ালার কণ্ঠ,
একজন শিক্ষিকার অগ্নিঝরা অভিশাপ,
সব মিলেই হোক আমাদের চিরন্তন কবিতা।
চলো, রেখে যাই কিছু শব্দ, কিছু স্বর,
যা আগামী প্রজন্ম মুখস্থ বলবে, গর্ব করে।
“আমরা দেখেছি আলো জ্বলে উঠতে রক্তের বিনিময়ে,
তাই আমরা এখন অন্ধকারে নই,
আমরা সেই আলো নিজেই।”
চলো, রেখে যাই এমন কিছু,
যা বইয়ের পাতা নয়,
চেতনার ছাপ হয়ে ঘুরে বেড়াবে জাতির শিরায় শিরায়।
চলো, এমন কিছু লিখি-
যা অনন্তকাল জেগে থাকবে,
তোমার আমার সম্মিলিত সত্তা হয়ে।