গ্রীষ্ম দুপুরে
চন্দন বৈদ্য
উষ্ণ রাস্তায় হাঁটছি শুধু
ভর দুপুরে জীবন ধু ধু
কোথা থেকে কোথা যাব,
উষ্ণ বাতাস বইছে ধীরে
দেহ জ্বলছে ঘুরছি ফিরে
কোথায় গেলে বৃষ্টি পাব।
রোদ্দুর তাপে ঝরছে আগুন
কখন আসবে আবার ফাগুন
মাথার ঘাম পড়ছে ঝরে,
উষ্ণতায় কান জ্বালাপালা
শুকিয়ে সব নদী নালা
চলি বটের ছায়ার ‘পরে।
মেঘবালিকা ঝরবে কবে
গাছপালা যে সজীব হবে
আনন্দে মন ঘুরে যাবে
উষ্ণায়নের এমন ধারা
মাটি ফেটে হলো সারা
বর্ষার বাঁশি বাজবে সুরে।