গীতি কবিতা/গান- কত রাত গেল ……।
কবি/গীতিকার – আশীষ খীসা
তারিখ -১৩।০৬।২০২৫ খ্রিঃ
কত রাত গেল কত দিন গেল
তবু তোমার দেখা নাই,
তোমার পথ পানে চেয়ে আছি
আমি প্রতিক্ষণে তাই।(২ বার)
তোমায় আমি কত ভালোবাসি
হয়তো তুমি তা জানো,(২ বার)
প্রেম কাননে জাগে ভালোবাসা
হয়তো তুমি তা মানো।(ঐ)
কেন যে এত তোমার অভিমান
দাওনা তুমি সাড়া,(২ বার)
তোমার ভালোবাসার পরশ পেতে
আমি একপায়ে খাড়া।
কত যে স্বপ্ন তোমাকে নিয়ে
বাঁধবো একটি সুখের ঘর,
তুমি বিনা আমি একদম অচল
চিন্তায় গা কাঁপে থরথর।(ঐ)