খোঁজে পাবে
হালিমা সুলতানা
তারিখ :-১৩-০৭-২০২৫খ্রি.
হারিয়ে যাওয়া মোরে খোঁজে পাবে
তোমার নিশিত গল্পের মাঝে।
অদৃশ্য বেড়া জালে আবদ্ধ
মোরে খোঁজে পাবে রক্তিম কাজে।
মলিন হৃদয়ে মোরে খোঁজে পাবে
সিন্ধ ভোরের শিশির কণায়।
আমি বেঁচে রবো তোমার ধারালো
উপন্যাসের পথ রচনায়।
মেঠোপথ ধরে যখন হারিয়ে
তোমার ছন্দ কাব্যের বাঁকে।
অগোছালো সব কাব্য পৃষ্ঠা
গোছানো সুরের তালে ছবি আঁকে।
নিত্য নতুনে প্রাণবন্তের
পথিক কখনো আপন হয় না।
হারিয়ে যাওয়া স্বপ্নে নিজের
কাব্য কখনো হারিয়ে যায় না।
মোরে খোঁজে পাবে ঐ দিগন্ত
সীমানা ছাড়িয়ে দূরের প্রান্তে।
আমার ঠিকানা তোমার সন্ধ্যা
বেলায় সকল কর্ম ক্লান্তে।