খাঁটি মানুষ কোথায় পাবো
কলমে: মোঃ সওকত ইসলাম শাওন
খাঁটি মানুষ কোথায় পাবো,
যাদের চেহারা হয় না তামা,
যাদের মনের কোণে থাকে না
অহংকারের কষ্টমাটি, ক্ষোভের শামা।
এরা তো নয়, যারা মুখে হাসে,
হৃদয়ে অন্ধকার গোপন রাখে,
এরা তো নয়, যারা সবার মাঝে
নিজেকে আলাদা করে আখে।
খাঁটি মানুষ কোথায় পাবো,
যাদের স্পর্শে ভরে যায় মাটি,
যাদের চাহনিতে আকাশে ভেসে
স্বপ্নের পালক উড়ে যায় শান্তি।
তাদের কণ্ঠে থাকে না একটুও মিথ্যা,
যারা বলবে সত্যি, স্বতঃস্ফূর্তভাবে,
খাঁটি মানুষ সেই, যারা নিজেরে খুঁজে
সবার হৃদয়ে একসাথে ডুবে থাকে।
খাঁটি মানুষ কোথায় পাবো,
যাদের হৃদয়ে ভরা মধুর তান,
যারা ভালোবাসে সকল মানুষকে
স্বার্থহীনভাবে, নিঃস্বার্থ রাণ।