কোথায় স্বাধীনতা?
কবি:শ ম দেলোয়ার জাহান
সোনার বাংলায় দিন দিন জ্বালাও পোড়াও চলছে,
চারদিকে লাশের মিছিল শোনা যাচ্ছে।
গুম, খুন, ধর্ষণ, লুটপাট, দুর্নীতিতে সয়লাব হচ্ছে,
সোনার বাংলার সুনাম রসাতলে যাচ্ছে।
এ কেমন স্বাধীনতার দেশে বাস করি?
একটি স্বপ্নের সোনার বাংলার দেশের জন্য যুদ্ধ করেছি।
দিনে-দুপুরে, পথে-ঘাটে মা-বোন ধর্ষণ হচ্ছে,
সোনার বাংলায় জাতি আজ লজ্জিত হচ্ছে।
সুশিক্ষিত সমাজে আমরা পেলাম না স্বাধীনতা,
বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সোনার বাংলা।
দেশটাকে পরাধীনতার অনলে ঠেলে দিয়েছে বাক স্বাধীনতা,
সোনার বাংলার মুখ উজ্জ্বল হলেও আমরা এখনো পাইনি স্বাধীনতা।
মানবতা নেই এই সমাজে, এ কেমন স্বাধীনতা?
অগণিত ধূসর দালাল কর্তৃক নির্যাতিত হচ্ছে মানবতা।
পথে-ঘাটে, দিনে-দুপুরে কোথাও নেই স্বাধীনতা,
প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে নেই কোনো স্বাধীনতা।