কালো রাত
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
পঁচিশে মার্চ কালো রাতে
হামলা করে ভাই,
নিঠুর লোকের নির্মম কীর্তি
বিশ্ব দেখছে চাই।
গভীর রাতে ঘোর আঁধারে
পাক হানাদার দল,
থমথমে এ-ই কালো রাতে
বুলেটের হয় ঢল।
শকুনের দল ঝাপায় পড়ে
ঘুমে সকল লোক,
রক্ত বন্যায় ভাসায় দিলো
কালো রাতের শোক।
কান্নার ধ্বনি নিস্তব্ধ হয়
ভয়ানক এক ভয়,
ছিন্ন ভিন্ন নিথর লাশের
বিভীষিকাময়।
বীভৎসতা প্রকট আকার
রক্তে রাঙায় হাত,
গুলির পরে গুলি খেয়ে
জীবন কপোকাত।