কাব্য গ্রন্থ।
মোঃ মাসুদ পারভেজ খান ।
তারিখ ২৬-০৭-২০২৫
উদাসী এই মন, একাকী নিশিতে রাত জেগে
বারান্দায় দাঁড়িয়ে ঐ আকাশের পানে চেয়ে ।
ঐ আকাশ আজ সেজেছে অনন্য রূপে
চাঁদের আলো ঝলমল করে, তাঁরা জ্বলে মিটিমিটি ।
ঐ বাঁশ বাগানে হাজারো
জোনাকি পোকা জ্বলে,
মনের আনন্দে মেতেছে, মেলেছে বাসর ।
ঝিঝিপোকা ডাকে, হুতুমপেঁচা ঐ কদম কাছের ডালে বসে, দেয় উঁকি ।
এই ক্ষণে এই মন তোমাকে খোঁজে, তুমি আছো বহু দূরে
তোমার অনুভবে তোমাকে ভেবে একাকী মিশিতে রাত জেগে ।