কাজী নজরুল তুমি
কবি:শরীফ এলাহী
কাজী নজরুল তুমি
দারিদ্র্যের কষাঘাতে আসানসোলে
রুটির দোকানে করেছো পরিশ্রম।
নজরুল তুমি ভেঙ্গে দিয়েছো
যত অন্যায় অবিচার আর
পরাধীনতার শৃঙ্খল।
নজরুল তুমি
সাহিত্যে রেখেছো অমূল্য অবদান
লিখেছো কত শত কবিতা
আর ও লিখেছো গজল
কিংবা শ্যাম সংগীত
যা তোমারি অবদান।
নজরুল তুমি
যাত্রা পালায় করতে নিখুঁত অভিনয়
বিদ্রোহী কবিতা লিখে
হয়ে গেলে বিদ্রোহী,
বিদ্রোহী থেকে প্রেমিক কবি
হিসেবে তোমারী বিচরণ ছিল বেশী।
নজরুল তুমি
ছিলে সংগীতের এক যাদুকরি শিল্পী
তোমার কণ্ঠে সুর আজ ও
বাজে চারিদিক।
নজরুল তুমি ছিলে
এক সাহসী উদ্যমী বীর পুরুষ
অন্যান্য গুণে
ছিলো ভরা নিপিড়ীত মানুষের
পাশে ছিলে
ভেঙ্গে ছিলে কালো জেলের তালা।
নজরুল তুমি ছিলে
যাদুকরী এক সাহিত্য শিল্পি
তোমার কলমের আচরে
অস্ত্রের চেয়ে ধারালো
দেখেছি অনেক
লেখনি।
নজরুল তোমার ঝাকরা চুলের
বাহার দেখে প্রেমে মজেছিল
নার্গিস আর প্রমিলায়।