কষ্ট
কবি:শরীফ এলাহী
আকাশের কতটা
অভিমান আর
কষ্ট হলে কান্না করে
মাটিতে লুটোয় বলতে পারো?
বলতে পারো?
ঝরণার বুকে কষ্ট কেন
জন্মাবধি অশ্রু ঝরে পাহাড় ফেটে।
বলতে পারো?
সাগর কেন নিয়ম করে ঢেউ ভাঙ্গে
কত ব্যাথা বুকে নিয়ে
দূর সীমানায় ছুটে চলে।
বলতে পারো?
অগ্নিগীরির দহন জালার কিবা কারণ।
বলতে পারো?
কত কষ্ট লালন করলে
অগ্নি ঝরে কারো বুকে।