1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

কষ্টেরও আছে ভাষা” সৈয়দ জাহিদ সরোয়ার গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা 2/4/2025

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

“কষ্টেরও আছে ভাষা”

সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা
2/4/2025

কখনো কি ভেবেছো—
বৃষ্টির ফোঁটাগুলো কেবল জল নয়,
তা হয়তো আকাশের দীর্ঘশ্বাস হয়ে নামে।
যেখানে শব্দ পৌঁছায় না,
সেখানে মেঘ কাঁদে—নীরব অভিমানে।
পাহাড় কী শুধু কঠিন?
তার বুক ফেটে ঝর্ণা গড়ায়—
কারণ সে বয়ে বেড়ায়
অগণিত অপ্রকাশিত বেদনার ইতিহাস।
সাগর কেন সব কিছু গিলে নেয়?
কারণ তার ঢেউগুলো আসলে
থেমে যাওয়া প্রতিটি প্রেমের
শেষ চিৎকারের প্রতিধ্বনি।
আগুন কেন জ্বলে?
জানে না কেউ—
কোন বুকের চাপা কান্না
লেলিহান শিখা হয়ে উঠে আসে।
জগতে কোনো ব্যথা নিঃশেষ হয় না,
শুধু রূপ পাল্টায়—
জল হয়ে ঝরে, আগুন হয়ে জ্বলে,
হাওয়া হয়ে হারিয়ে যায়—
কারও মনে, কারও গল্পে।
কষ্টেরও আছে ভাষা,
শুধু সবাই তা শুনতে পায় না।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট