স্বভাব দোষ
স্বপন আহাম্মেদ
অভাব হয় না বন্ধু বান্ধব
থাকলে সুখের দিন।
স্বভাবটা যে পাল্টে ফেলে
দেখলে দুখের দিন।
বন্ধু বাড়ে টাকা থাকলে
ভাবেন মহা রাজা,
অভাব দেখলে দুরে থাকে
যেন পাপের সাজা।
খুবই ভালো মানুষ মোরা
ফেলছি মাথার টাক,
উড়তে থাকে ভাত ছিটালে
দেখি হাজার কাক।
চালটা মিলে ধান থাকিলেই
থাকলে চাকরি টাকা,
বাড়িয়ে দিলে হাতটা খালি
দেখবে সবি ফাঁকা।
লোন মিলে ব্যবসা থাকলে
বেকার হলে নাই,
মানবতা টাই দেখছি নাতো
দুখে মরে যা-ই।
এ-ই সমাজের রীতি নীতি
বড়োই কঠিন ভাই,
স্বার্থের কাছেই মানুষ বন্ধি
বিবেক বুদ্ধি নাই।
ভেঙে যাওয়া স্বপ্ন
স্বপন আহাম্মেদ
দুই নয়নে ঝরে পানি
চোখ ভিজে যায় শ্রাবণে,
কালো মেঘে মন ভেসে যায়
দুঃখ আসে প্লাবনে।
সুখের পাখি উড়ে গেছে
কষ্ট শুধু ভুবনে,
মনের মাঝে অস্থিরতা
দুঃখ ভরা জীবনে।
অথৈ জলে ভাসি যেন
পাইনা খুঁজে ঠিকানা,
কেমনে সাগর পাড়ি দেবো
একলা যে আর পারিনা।
আশার পথে কাঁটার বেড়া
ডুবে গেছে লাল বেলা,
ভুলে ভরা জীবন আমার
পথ হেঁটে যায় অবেলা।
জীবন নদীর বাঁকে বাঁকে
জমছে বালুর ভীষণ চর,
দুঃখ দিয়ে মনের মাঝে
বন্ধু আমায় করলো পর।
ভেঙে যাওয়া স্বপ্ন আমার
আর পেলো না সুখের নীড়
চাপা কষ্ট মনের মাঝে
ক্ষণে ক্ষণে করে ভিড়।