শিরোনামঃ খেলাধুলা
কবি: রনী খাতুন,
খেলাধুলা মনকে যেমন
প্রফুল্লতায় ভরে,
ঠিক তেমনি শরীরটাকেও
সুস্থ্যভাবে গড়ে।
জীবন জুড়ে বিষন্নতা
নিত্য নিয়ম যেথা,
নিয়মিত খেলাধুলা
শান্তি আনে সেথা।
নেই ভেদাভেদ ধর্ম জাতি
সবার মুখে হাসি,
খেলার মাঠে বাজে যখন
জয়ের অনঘ বাঁশি।
জয়ধ্বনি করতালি
বিশ্ব ভুবন ঘুরে,
শুদ্ধ সুখের পরশ যেন
আকাশ বাতাস জুড়ে।
শিশু কিশোর বৃদ্ধ যুবক
সবাই একই সাথে,
আনন্দকে ভাগ করে নেয়
সকাল দুপুর রাতে।
অনেক রোগের চিকিৎসা ভাই
আছে খেলাধূলায়,
মানলে পাবে সুস্থ্য জীবন
নাচবে কূজন কুলায়।
হাজার কাজের ব্যস্ত নীড়ে
তাইতো প্রতি জনে,
একটু সময় কাটাই যেন
খেলাধূলার সনে।
শিরোনামঃ অদ্ভুত
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ০৭/০৩/২০২৫
পরিবারে একজন
শ্রমিকের দায়,
পাঁচ সাত পরিজনে
চলে না'তো হায়!
চড়া দাম খাদ্যে
পোশাকেও তাই,
গরীবের বাঁচিবার
উপায় যে নাই।
শিক্ষাতে সরকার
বেশ তৎপর,
তবু চলে প্রাইভেট
ধনী প্রতি ঘর।
মাসে বারো দিনে তারা
দেয় হাতে পাঁচ,
অগতির সন্তানে
পায়ে বিঁধে কাঁচ।
চাকরিতে নেই তার
বাবা চাচা ভাই,
টাকা হীন মেধাবীও
পিছু পড়ে তাই।
বড়োলোক চিরকালই
থাকে বড়োলোক,
অসহায় ঘরে ফিরে
পেয়ে মহা শোক।
অদ্ভুত নিয়মের
হোক অবসান,
নবীনেরা এক সুরে
গাও সেই গান।
শিরোনামঃ মধুকর মথ
কলমে ঃ রনী খাতুন
তারিখ ঃ ১১/০৩/২০২৫
আদরের সোনামণি
নাড়ি ছেড়া ধন,
আছিয়ার পরিনতি
দেখে কাঁদে মন।
ধর্ষক জালিমের
যৌবন স্বাদ,
শিশুটিকে হত্যায়
পেতে রাখে ফাঁদ।
ব্লেড দিয়ে কাটে ওর
লৈঙ্গিক পথ,
শকুনেরা হয়ে যায়
মধুকর মথ।
দেশ জাতি চাইছে
আর নয় মব,
সরাসরি ঝুলবে
শূকরের শব।
বিচারের আসনে
যাঁরা আছো ভাই,
গদি ছাড়া তোমাদের
আর কিছু নাই?
সোনা ঝরা দেশে আজ
কেন এই কল?
অহেতুক ধ্বংস
খুন অবিচল।
লাগবে না তোমাদের
সংস্কার ফ্রেম,
ক্ষমতাটা তাকে দাও
যার আছে প্রেম।