শিরোনামঃ হাসি
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ২২/০২/২০২৫
হাসি হলো খুশির প্রতীক
হাসি মনের সুখ,
হাসি-ই আবার শান্তি কেড়ে
বাড়ায় জ্বালা দুখ।
কারও হাসি আশিস যোগায়
কারও হাসির বিষ,
ফণা তুলে ছোবল মারে
জহর নাগের মিস।
বোকার হাসি দেখে সবাই
মারে ঘুষি কিল,
হাসলে পাগল সুস্থ্য মানুষ
চোখে মারে খিল।
বদমেজাজি হাসলে পরে
ভয়ে সবাই চুপ,
রূপবতী হাসলে প্রেমিক
জ্বালায় প্রেমের ধুপ।
শিরোনামঃ প্রতিরূপ
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ০২/০৩/২০২৫
খাবারের চড়া দাম
রহমের দশ,
ব্যবসায় বেশ লাভ
বানিয়ার যশ।
পোশাকের মূল্যে
আকাশের স্বন,
নাজাতের দশে ভাই
চলে অনুরণ।
গাড়ি ভাড়া বেড়ে যায়
তিন চার গুণ,
মাগ আর ফেরাতে
হতে হয় খুন।
মাহে এই রমজান
পুণ্যের রূপ,
তবু এই বাংলায়
কেন এই কূপ?
শিরোনামঃ প্রতিরূপ
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ০২/০৩/২০২৫
খাবারের চড়া দাম
রহমের দশ,
ব্যবসায় বেশ লাভ
বানিয়ার যশ।
পোশাকের মূল্যে
আকাশের স্বন,
নাজাতের দশে ভাই
চলে অনুরণ।
গাড়ি ভাড়া বেড়ে যায়
তিন চার গুণ,
শেষে মাগফেরাতে
হতে হয় খুন।
মাহে এই রমজান
পুণ্যের রূপ,
তবু এই বাংলায়
কেন এই কূপ?