বসন্ত শেষ এসেছিল কবে!
রকিবুল ইসলাম।
২৪.০৩.২৫।
গিয়েছি ভুলে মোর ভূমে,
গেয়েছিল কোকিল সেই কবে!
হয়েছে ম্লান ধুলোপড়া স্মৃতিতে,
বসন্ত সাজে কি রঙে!
প্রিয়ার ক্ষোপার বাঁধা ফুলে!
ঘ্রাণ আসেনা আর নাকে।
তাও গিয়েছি বেমালুম ভুলে,
বসন্ত শেষ এসেছিল কবে!
তুমি তো রয়েছ সুখে,
কাঁটে দিন অনাবিল হরষে।
আমি যে মরি অসুখে,
কাঁটেনা আগুনে দিন মোহিতে।
ফাগুনে সে দিনের শেষে
এলো মেঘ মোর গগনে,
তাও গিয়েছি বেমালুম ভুলে,
বসন্ত শেষ এসেছিল কবে!
পাতা ঝরা দিনের শেষে,
বৃক্ষরাজি সাজে নয়া পল্লবে।
হিমেল হাওয়ায় আমার ভূমে,
সাজেনা ধরা সবুজের সমারোহে।
ভুলেছি ফুলের নিঠুর প্রস্থানে,
ভ্রমর শেষ এসেছিল কবে।
তাও গিয়েছি বেমালুম ভুলে,
বসন্ত শেষ এসেছিল কবে!
নব স্বপনের জাল।
রকিবুল ইসলাম।
২৩.০৩.২৫।
কিছু স্বপ্ন'রা শুধু স্বপ্ন হয়েই থাক।
অথবা পুড়ে খাক হয়ে যাক ভঙ্গের অনলে,
পাছে যদি কভু তা অধরা হয়ে রয়!
কিছু আশা শুধু আশা হয়েই থাক।
অথবা আহত হোক নিরাশার করাল গ্রাসে,
পাছে যদি কভু তা পূরণ না হয়!
কিছু আকাঙ্খা,ইচ্ছার পাখিরা উড়তে ভুলে যাক।
অথবা ছটফট করে মরুক উন্মুক্ত আকাশে উড়তে না পেরে,
পাছে যদি কভু তা শুধু আকঙ্খা আর ইচ্ছা'ই থেকে যায়!
কিছু খেদ,কিছু কষ্টরা অপ্রকাশিতই থাক।
অথবা গুমড়ে কেঁদে মরুক আত্মার অন্তরালে,
পাছে যদি কভু তা দূরীভূত না হয়!
কিছু ব্যথা বেদনারা অব্যক্ত'ই থাক।
অথবা আনমনে এঁকে যাক তার ছবি স্বীয় মানস পটে,
পাছে যদি কভু তার উপশম না হয়!
কিছু হতাশাগ্রস্থ মনন শুধু হা-হুতাশ করেই যাক।
অথবা ডুবে যাক বেলা ভূমির বিস্তীর্ণ বালুচরে,
পাছে যদি সে আশ কভু না মিটে হায়!
ব্যথা যাক রয়ে,কষ্টরা থেকে যাক!
মরুর বুকে উঠুক ঝড়,আশার প্রদীপ যাক নিভে,
পাছে যদি সে বেদনা দূরীভূত না হয়!
বছরের পর বছর,সুখের প্রতীক্ষায় জীবন যাক!
নব স্বপনের বুনুক জাল তবুও কিছু মানস আবার নতুন করে,
পাছে যদি সে স্বপন কভু অঙ্কুরিত না হয়!
ভুলি গো তারে কেমন করে।
রকিবুল ইসলাম।
🎆 বাজিছে আজি তার তানপুরায় বিচ্ছেদের সুর!বিরহের সুর লহরী।
অবজ্ঞার বাঁশি 🎆 বাজিয়ে যে যাবার সে তো চলে যায়!
যাও চলে তবে তুমিও ব্যগ্র চিত্ত,ব্যাকুল হৃদয়ের ❤️ কোন বাঁধা নাহি মানি।
কোন কারণে,কোন বারণে কভু ফেরানো যায় আর নাহি।
কোন দৃঢ় বাঁধনেও তারে আর নাহি বাঁধা যায়!
আজ প্রেমের অনটনে,দু:খের দহনে দগ্ধ আমি।
ভিজতে চাই,ভিজে যেতে চাই নিরন্তর,
ঐ আকাশ মনের প্রেমের বারিতে নয়,
সেই মনোহরিণীর হৃদয়ের অনুকম্পার বারিষণের সুশীতল অঝোর ধারায়।
পারি যদি রাখবো বেঁধে তারে,
বিনি সুতোর মালা গলে পরিয়ে।
রেখে দিব বেঁধে কোন অদৃশ্য প্রণয়ের শৃঙ্খলে,
ঘ্রাণ নিব তার অমোঘ মনোরঞ্জনে।
সে যে হাসনা হেনা!
যার সুবাস কভু যায় না মুছে,
ভুলি গো বলো আমি তারে কেমন করে!
আমিই শুধু তোমার!
রকিবুল ইসলাম।
২১.০৩.২৫।
আমিই শুধু তোমার থেকে যাই,
না থাকাদের ভীড়ে।
আমিই শুধু তোমারে ভালবেসে যাই,
মন্দ বাসার ভীড়ে।
আমিই শুধু হৃদয় খুঁজে যাই,
হৃদয় হীনাদের ভীড়ে।
আমিই শুধু পথ হারিয়ে যাই,
হাজার পথের ভীড়ে।
আমিই আবার পথ খুঁজে পাই,
তোমার হৃদয় মাঝে।
তোমারে নিয়ে ভাবতে গিয়ে
ভুলেছি আমুদে হাসিটাই,
একলা একা জীবনে দেখি
আমিই শুধু তোমার।