ভুবন মাঝে আমি
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
জীবন নিয়ে করছি বড়াই
ঝড় তুফানে চলছে লড়াই
কাঙ্খিত সুখ আশে,
নিজের ভেবেই ভুবন মাঝে
ভুবন গড়ছি রঙিন সাজে
জগত জুড়ে পাশে।
আশার প্রদীপ জ্বেলে জাগি
দেহের কালায় পুলক মাগি
প্রেমের পরশু পেয়ে,
জগতের তাল বিষম হিয়া
ভালোবাসার মিলন দিয়া
জীবন ছুটছে ধেয়ে।
আগবাড়িয়ে ন্যায়-টাই বলি
জীবনটা লই সামনে চলি
সৎ আদর্শ যাচি,
একদিন থামবে চলার গতি,
মনের জাগবে দোসর মতি
আর থাকব না বাঁচি।
স্বপ্নবুনন
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
এই জগতে জন্ম নিয়ে
আমি খুবই ধন্য,
দুখে সুখের জীবন পথে
মানুষ রূপে গণ্য।
জানি খুশির দোলা যেমন
আছে সঠিক পথে,
পুণ্য পাপের পথটা বেয়ে
চলি আপন রথে।
সুজন তুমি থাকলে পাশে
আর সকলি পরে,
সকাল সাঁঝে শখের কথা
ভাবছি বসে ঘরে।
ধোঁকাবাজের জুলুম রুখে
দাঁড়াই সদা ভবে,
আঁধার ছেড়ে আলোর পথে
ভাসিতে চাই সবে।
সমাজ জুড়ে মানুষ সাজে
নানান রূপে গুণে,
পাগল পাড়া আমার মনে
স্বপ্নের আশা বুনে।