মোদের স্রষ্টা
মো. নজরুল ইসলাম
পরম স্নেহে স্রষ্টা মোদের
সৃষ্টি করেন ভবে,
দিবানিশি আমরা যেনো
তাঁরই গুণ গাই সবে।
গর্ভে ধরে মায়ের কোলে
আদর যত্নে পালে,
স্নেহ ছায়ায় প্রেমের মায়ায়
এই জগতের তালে।
ধরার বুকে চলার জন্যে
খেয়ে পরে চলতে,
জীবন চলার প্রতি ক্ষেত্রে
গুণের কথা বলতে।
হাওয়া পানি আলো ছায়া
সুখের জীবন গড়তে,
সত্য মিথ্যা বাছাই করে
জীবনের পথ ধরতে।
বিধি নিষেধ মেনে আমরা
এই দুনিয়ায় চলি,
ধর্ম কর্মের বিধান জেনে
স্রষ্টার কথা বলি।
ধর্মগ্রন্থ
মো. নজরুল ইসলাম
সকল ধর্মে নির্দেশ আছে
সঠিক পথের দিক,
ধর্মগ্রন্থ পড়লে জানবে
সত্য মিথ্যা ঠিক।
ধর্মের প্রতি আসক্তি যার
শিখে ধর্মের পাঠ,
শান্তির পথে সুখের জীবন
গড়ে দেখায় ঠাঁট।
পরম বিধির চরম বিধান
শান্তি সুখের পথ,
দ্বীন দুনিয়ার মন্ত্র জেনে
চালাও জীবন রথ।
ধর্মের কোনো মূর্খতা নাই
বিদ্যা অর্জন কর,
ধর্ম শিক্ষার সঠিক দীক্ষায়
আপন জীবন গড়।
ধর্ম পড়লে মর্ম বুঝলে
ধর্মের জাগে বোধ,
ধর্মের জ্ঞানে সত্যের আলো
মিথ্যার হবে শোধ।
প্রেমের আকাশ
মো. নজরুল ইসলাম
ভালোবাসার প্রেম আকাশে
দু'জন মেলি ডানা,
সেই আকাশের প্রেম বাতাসে
প্রেমের হবে ফানা।
জ্যোৎস্না মাখা চাঁদের আলো
মিটাই মনের আশা,
মনের সাথে মন মিশাইয়া
গড়বো প্রেমের বাসা।
ভালোবাসার মোহন বাঁশির
প্রেমের সুরে তুমি,
ফুল বাগানে প্রেমের কুঞ্জে
শান্তি সুখের ভূমি।
দিনের বেলায় সূর্যের আলো
দেখায় ভালো ধরা,
প্রেম আকাশে আলোর পথে
স্বপ্নের পুরী গড়া।
ভালোবাসার বিশাল পাকে
আমায় করো গণ্য,
মনটা তোমায় সঁপে দিলাম
তোমার মনের জন্য।
ইংরেজি নববর্ষ
মো. নজরুল ইসলাম
আমরা সবে একত্রে আজ
বরণ করব নতুন সাল,
সু স্বাগতম জানাই তাকে
আসুক ফিরে সুখের কাল।
নতুন বছর নতুন দিনের
নতুন করে হোক না পণ,
সাম্য মৈত্র প্রীতির বন্ধন
দেশ সেবাতে যুক্ত মন।
নতুন সালে আমরা যেনো
হিংসা বিদ্বেষ ভুলে যাই,
সকল মানুষ মিলে মিশে
এসো সবাই চলি ভাই।
সুখে দুঃখে জীবন কাটবে
বছরের পর বছর যায়,
কালের স্রোতে গা ভাসালে
সুখ পাখিটা ধরফড়ায়।
ইংরেজি সাল নববর্ষের
শুভেচ্ছা হোক পাথারে,
নতুন বছর বয়ে আনুক
আনন্দ এক কাতারে।
জীবন নদীর কূলে
মো. নজরুল ইসলাম
জীবন নদীর কূলে আছে
ভাঙা গড়ার ঢেউ,
ধৈর্যের সহিত লড়াই করো
ভয় করো না কেউ।
ঢেউয়ের মতো জীবন কাটে
জোয়ার ভাটার চাপ,
দুঃখ সুখের জীবন নদীর
নিয়ম মাফিক ধাপ।
নিরুদ্দেশের পথের পথিক
গন্তব্য হীন পথ,
ঢেউয়ের মতো তাল মিলিয়ে
গঠন করছে মত।
বিবেক বুদ্ধির মানুষ করছে
ভীষণ খারাপ পাপ,
মিথ্যাকে আজ সত্য বানায়
সত্যের হারায় তাপ।
বিধির বিধান নিয়ম মাফিক
সৃষ্টির সকল কাজ,
নানান রকম রঙের বাহার
সুন্দর রঙিন সাজ।
দুঃখে কষ্টে যায় রে বোঝা
সুখটা কতো দাম,
সুখে থাকলে ভূতে কিলায়
দুঃখে স্রষ্টার নাম।
সঙ্গী প্রকৃতি
মো. নজরুল ইসলাম
রূপ মাধুরী রুপের শোভা
মায়ার বাঁধন বুকে,
চন্দ্র সূর্যের দোস্তি দেখছি
দিবস রাত্রির মুখে।
আকাশ বাতাস প্রিয় বন্ধু
সুরে মাতায় ধরা,
ঝড় বৃষ্টি রোদ নিত্য সঙ্গী
ফুলে ফলে ভরা।
পর্বত চূড়ায় বরফ গলছে
রোদের প্রখর তাপে,
পাহাড় বেয়ে ঝর্ণা ধারায়
নিচু ভূমির খাপে।
ফুলের বনে অলির গমন
মধু প্রাণের তরে,
অজান্তে সে পরাগ রেনুয়
বংশ বিস্তার করে।
রোদের তাপে ঊষর ভূমি
বৃষ্টি ভেজায় উর্বর,
খাদ্য পানি বায়ুর জন্যে
প্রাণী জগৎ নির্ভর।
বড়দিন
মো. নজরুল ইসলাম
খ্রিস্ট সনের বড়দিনে
আসেন নবী ঈশা
খোশমেজাজে মজে মাতি
হারাই নাকো দিশা।
সাদা লালের টুপি মাথায়
সান্তা ক্লজে আসে,
খাবার ভর্তি খেলনা ভরা
ব্যাগটায় শিশু হাসে।
সোনালি আর রূপালি রঙ
বিলায় প্রতি ঘরে,
ফুল ফল আর চকলেট পেয়ে
শিশু উল্লাস করে।
রঙিন বেশে সকল বাড়ি
সাজায় তুলে মানুষ,
বড়দিনের খুশিতে সব
উড়ায় মনের ফানুস।
দেশ বিদেশের গির্জা গুলো
শেষ ডিসেম্বর সাজে,
আলোর রোশনাই দৃষ্টি কাঁড়ে
উৎসব পালন মাঝে।
শান্তি সুধায় সহজ সরল
ক্ষমার কথা বলে,
অত্যাচারীর রক্ত চক্ষু
আজ মানুষের দলে।
কর্ম ক্ষেত্রের ছুটি পেয়ে
বন ভোজনে ছুটে
হাসি খুশি রঙের ভেলায়,
আমোদ করতে জোটে।
সবুজ গাছের লাল টুপির ঐ
মন মাতানো রূপে,
নবী ঈসার জন্মের দিনে
কেউ রবে না কূপে।
বিজয় মানে
মো. নজরুল ইসলাম
বিজয় মানে বুক ফুলিয়ে
বীরের বেশে চলা,
প্রয়োজনে দেশের তরে
গর্বের কথা বলা।
বিজয় মানে ভালোবাসার
চেতনাতেই রাঙা,
স্বপ্ন পূরণ করার জন্য
শত্রুর স্বপ্ন ভাঙা।
বিজয় মানে জয়ের নিশান
সম্মুখ পানে নেওয়া
মনের উল্লাস সর্বক্ষেত্রে
দৃঢ়তার বল দেওয়া।
বিজয় মানে বীর বাঙালির
রক্তের দানে কেনা,
স্বাধীন দেশের স্মৃতি কথায়
লক্ষ প্রাণের দেনা।
বিজয় মানে জয়ের কেতন
মুক্ত স্বাধীন আশা,
জাতি সত্তার স্বাধীনতা
বিনির্মানের বাসা।
বিজয় মানে মুক্ত স্বাধীন
জাগ্রত প্রাণ শক্তি,
অটুট প্রেমের বিনয় শ্রদ্ধা
দেশের প্রতি ভক্তি।