কবিতা_দমের পাখি ।
মোঃ আইয়ুব আলী।
6/11/2024
ঠিক চলেছে দেহ ঘড়ি
ঘন্টা মেপে চলে,
যান্ত্রিক ত্রুটি হইলে ঘড়ি
দেহ পরে ঢুলে।
জন্ম নিলে হবে মরণ
সৃষ্টি কর্তার খেলা,
দিন দুই ধুলা খেলা
বন্ধ সন্ধ্যা বেলা।
বিদায় চিঠি আসবে ঘরে
নিভে জীবন রবি,
নিজের গড়া তাজমহল
পড়ে রবে সবি।
চুকিয়ে নে লেনাদেনা
থাকতে ভবে হাট,
বন্ধ হবে বেচা কিনা
ভাঙবে দেহ ঘাট।
মিলিয়ে নেরে জীবন খাতা
শূন্য রেখে হাতে,
পিছন ফিরে চেয়ে দেখো
কী যাবে সাথে।
শূন্যে উর্বে দমের পাখি
ছেড়ে দেহ খানি,
দিবে গোসল পরিয়ে কাফন
কবর দিবে জানি।।
_____________________________
১১/২/২০২৪ রবিবার বিকেল তিনটা.