কবিতা হে অপ্সরী
কবি-”জাহিদ সরোয়ার”
29/5/2021
তোমাকে আমি বিলাসবহুল গাড়িতে করে লং ড্রাইভে নিয়ে যেতে পারব না, তবে তোমার নরম হাতটি
ধরে গ্রাম্য মেঠোপথে শীতল হাওয়ার মৃদু স্পর্শে অনেকটা দূর হেঁটে যেতে পারি।
তোমাকে শহরের ঝলমলে নিয়ন আলোয় মোহিত করতে পারব না,
তবে পূর্ণিমার রাতে জ্যোৎস্নায় মোড়ানো আকাশ আর অগণিত তারার নিচে তোমার মুখখানি দেখে
নিঃশব্দে হারিয়ে যেতে পারি।
তোমাকে অভিজাত ক্যাফের কফির কাপে ভালোবাসা ঢেলে দিতে পারব না,
তবে রাস্তার মোড়ের টং দোকানে মাটির পেয়ালায় ধোঁয়া ওঠা রং চা ভাগাভাগি করে খেতে পারি।
তোমাকে পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে মেঘ ছোঁয়ার অনুভূতি দিতে পারব না,
তবে নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে পায়ে বালুর নরম ছোঁয়া আর ঢেউয়ের মৃদু সুরে তোমাকে শান্তির
এক টুকরো অনুভূতি দিতে পারি।
তোমাকে বিশাল সমুদ্রের ঢেউ দেখাতে পারব না,
তবে তোমার হাতটি ধরে খোলা আকাশের নীচে নরম বালু চরে হাঁটতে হাঁটতে
প্রকৃতির নিবিড় সান্নিধ্যে আমাদের গল্পগুলো সাজিয়ে তুলতে পারি।
তোমাকে কোনো রাজকীয় উদ্যানে নিয়ে যেতে পারব না,
তবে তোমাকে নিয়ে যেতে পারি কাশফুলের বনে,
যেখানে বাতাসে ভেসে বেড়ায় বুনো ফুলের সুবাস
আর নদীর কলকল শব্দে জুড়িয়ে যায় মন।
পুকুর পাড়ে, তোমার কোলে মাথা রেখে আকাশের তারা গুনব আমরা,
তুমি হাসবে, আর সেই হাসিতে আমার সমস্ত পৃথিবী হয়ে উঠবে উজ্জ্বল।
আমি হয়তো তোমাকে কোনো বিলাসের রাজ্যে নিতে পারব না,
তবে ভালোবাসার প্রতিটি স্পর্শে তোমাকে সুখের আকাশে ভাসিয়ে রাখতে পারি।
তোমার হাতটি ধরেই আমার পুরো পৃথিবী পূর্ণ হয়ে যায়।