1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

কবিতা- স্মৃতি স্মরণে লাল জুলাই কলমে- কামাল উদ্দীন তারিখ -১০/০৭/২০২৫

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

কবিতা- স্মৃতি স্মরণে লাল জুলাই
কলমে- কামাল উদ্দীন
তারিখ -১০/০৭/২০২৫

বছর ঘুরে স্মৃতি হয়ে,
ফিরে এলো সেই-
দগদগে রক্তাক্ত
লাল জুলাই।

কত বীর, বিপ্লবী বন্ধুর,
রক্তে রাঙা।
হাতে পড়া শিকল বেরি,
রক্ত- প্রাণে দিলো ভাঙ্গা।

বৈষম্য দূর করাতে,
অসহযোগ কোটা আন্দোলোন।
ছাত্র-সমাজ,জাতি, ধর্ম- বর্ণ জনসাধারণ নির্বিশেষে,
দুর্জয়কে জয় করিলো-
দিয়ে কত রক্ত ও প্রাণ?

কত রক্ত ও প্রাণ ঝরলো,
কত জনে নির্বাক চাহনিতে অশ্রুঝরলো।
কত হলো পঙ্গু।
স্বৈরাচারের আর ঠাই নেই,
স্বাধীন বাংলায়-
আর যারা ছড়াবে ডেঙ্গু?

প্রতি দিন সূর্য উদয়ে,
তাঁরা আর ফিরবে না।
স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে,
যারা প্রাণ দিলো!
আমরা তোমাদের ভুলবো না।

আমরা আর চাই না,
সেই স্বৈরাচারের স্বৈরশাসন।
চাই নতুন সকাল,
আমরা আর চাই না।
রক্তাক্ত লাল জুলাই,
মর্মান্তিক হৃদয়ে লালে লাল।

সকলে চাই মোরা,
ভোরের আলো-
সূর্যের হাসি ঝলমল।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট