কবিতা স্পন্দন
কবি- জাহিদ সরোয়ার”
20/12/2017
তুমি যেন এক দুঃস্বপ্ন ভাঙার পর দেখা স্বপ্নের মতো,
যা হৃদয় জুড়ে শুধু ভালোবাসার রঙ ছড়িয়ে দেয়।
তোমার চোখ দু’টি গভীর সমুদ্র,
যেখানে ডুবে গিয়ে প্রতিবার নিজেকে নতুন করে খুঁজে পাই।
তোমার হাসি, যেন কোনো অজানা সুর, যা শুনলেই মনে হয়—
এই পৃথিবী আর কিছু না, শুধু তুমিই আমার।
যখন তুমি পাশে থাকো, কথা বলি- জীবন যেন গল্পের রূপকথা হয়ে ওঠে,
যেখানে প্রতিটি মুহূর্তে জাদুর ছোঁয়া লেগে থাকে।
তোমার হাত ধরার অনুভূতি যেন এক পরম শান্তি, যা আমার সমস্ত দুঃখকে দূর করে।
ওগো প্রেয়সী, তুমি আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে মিশে আছো, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।
চিরকাল আমারই থেকো, আমার স্বপ্নের রানী হয়ে।