কবিতা- সুন্দর আমে পোকা
কলমে- কামাল উদ্দীন
তারিখ -১২/০৬/২০২৫
সুন্দর আমে ঘুন ধরেছে,
আমে থোকায় থোকায় পোকা।
অনেক কষ্টে, বহু ধৈর্য্যে,
আজ আম পেড়ে, খেলাম আমি ধোঁকা।
মনের যতো আশা ছিলো,সপ্নগুলো,
হলো সবে বৃথ্যা।
দেখতে স্বচ্ছ, আকৃষ্ট ময়,
ভিতর টা তার ফাঁপা।
পাথর পড়ে চাপ পড়েছে,
দাগ লেগেছে মনে।
হৃদয়ে তার দাগ লেগেছে,
পুড়ছে ক্ষণে ক্ষণে।
আম খেতে আজ চোখে জল,
কেমনে পাবো বাহু বল?
কষ্টের ফল, ধৈর্যের ফল,
যদি হয় টলমল।
কষ্টের ফল জীবন বৃথ্যা,
নষ্ট হয়েছে এ ক্ষণ।
কষ্টের সুফল পেতে হলে,
কচি থেকে হতে হবে সচেতন।