কবিতা -সুখ দু:খ
কবি -ডেইজী আশরাফ
৬/২/২০২৫
সবাই যদি সুখ পেতে চাও
তবে দু:খটা কে নেবে বলোনা,
জীবন সেতো ভুলে ভরা
ভালো বাসা ও জেনো ছলনা।
হাসি আর কান্না
সবার জীবনে আছে
সুখ আর দুঃখ
রয়েছে কাছে কাছে।
সুখ পেলেই দুঃখ তোমরা
কেন ভুলতে চাও,
আঁধার না থাকলে কভু কি
আলোর মুল্য দাও -??
সুখ দুঃখ জীবনের
এ পিঠ আর ও পিঠ,
দুঃখ দেখেই ভয়ে কেউ
হয়ো নাগো ফিট।