কবিতা —শৈশব স্মৃতি
কলমে– চন্দন বৈদ্য
মাত্রাবৃত্ত ছন্দ (৬+৬/৬+২)
আমরা যখন ছোট্ট ছিলাম
মনে ছিল কত আশা,
রবির কিরণে মাঠ ভরে যায়
ধান যেন ফলে খাসা।
পড়াশোনা শেষে যাবো আমি ভেসে
আম জাম লিচু পেড়ে,
এখন ছেলেরা মোবাইল গেম
সবকিছু দিল ছেড়ে।
কাঠ লাঙ্গলে আমরা সবাই
ধানের জমিতেই চাষ,
এখন চাষিরা ট্রাক্টর সবে
রাখে তারা সদা পাশ।
দূর দুরান্তে যেতাম আমরা
পালা কীর্তন গানে,
এখন তোমরা গানেই শুনছো
মোবাইল দিয়ে কানে।
ছোট্টবেলায় ঘুড়ি উড়াতাম
আমরা সবাই মিলে,
তোমরা এখন উড়াচ্ছো ড্রোন
বড্ড নন্দ দিলে।