কবিতা – শিশুদের ভাই যত্ন করি
কলমে – আসিফ ইকবাল টিপু
তারিখ -১৩-৬-২০২৫
শিশুদের ভাই যত্ন করবো
ভালোবাসা দেব,
ভবিষ্যতের জন্য আমরা
স্কুল পথে নেব।
জ্ঞানী করে তাদের তুলবো
কষ্ট সহে বুকে,
আগামীতে শিশু যেন
থাকে মহা সুখে।
পিতামাতার হয়ে সবাই
মানুষ গড়ে তুলি,
শিশুদের ভাই দুঃখে কষ্টে
নিজের সুখটা ভুলি।
আমাদের সব শিশুগুলো
মানুষ হলে তবে,
এই জগতে সুখের ফাগুন
প্রতিঘরে হবে।
প্রতিদিনি সুখে রবে
দেশের মানুষ জানি,
ঐ শিশুরা বড় হলে
হবে সবাই মানি।