কবিতা
শিরোনাম – শিল্পীর শিল্প
কলমে-মোঃ আবু তাহের মিয়া
তারিখ -০৪/১১/২০২৪
রঙিন ভুবন সৌন্দর্যের এক
মিলনমেলা,
কেমন শিল্পী এঁকেছেন তা
ভাবনাতেই ফুরায় বেলা।
কত সুন্দর চাঁদের আলো
সকাল বেলার রবি,
স্রষ্টার প্রেম সাগরের লেখা দিয়ে
হলাম আমি কবি।
কেমন শিল্পী তিনি অতি
ভেবে হই হয়রান,
তাঁর প্রেমের নমুনা দেখে
জুড়ায় মন ও প্রাণ।
কত শিল্পী দেখলাম ভবে
তিনি তো তুলনাহীন,
তাঁর রূপ সাগরের রূপের কুদরতে
এসেছে মনে একিন।
শিল্পীর খুঁজে দিকবিদিক
ছুটছে কত বান্দা,
এখনও শিল্পীর শিল্প দেখে
রয়েছি মোরা আন্ধা।