কবিতা:-শমণ
কলমে: -পারিজাত রক্ষিত
তারিখ:- ০৯-৭-২০২৫
মায়ার বাঁধন ছিন্ন করে
সবাইকে যেতে হবে,
অতর্কিতে আসবে শমণ
দুয়ারে তোমার যবে।
দু”দিনের এই রঙ্গালয়ে
মিছেই সেজেছো রাজা
হারাবে সব শখ,আল্হাদ
পাবে যে ভীষণ সাজা।
কষ্টার্জিত ঐশ্বর্য সকলি
রইবে পেছনে পরে,
বৃথা করো আমার আমার
বেদনার বালুচরে।
বাস্তব যে বড়ই নিঠুর
মানতে তোমায় হবে,
মুখোশে-তে ঢাকা মুখগুলি
কে চিনেছে বলো কবে।
যবনিকা স্খলন হতেই
সমাপ্ত সকল খেলা,
পাথর চোখে দেখতে পাবে
স্বার্থান্ধ লোকের মেলা।