কবিতা -লোভের বশে
কবি-চন্দন বৈদ্য
স্বরবৃত্ত ছন্দ (৪+৪/৪+২)
দেশের তরে জীবন দানে
শহীদ হবে বলে,
ষোল বয়স শিশু পুত্র
যুদ্ধে গেল চলে।
নিজের স্বার্থ ভুলে গিয়ে
দেশের কাজে লাগে,
আপন আপন স্বার্থের তরে
ভ্রান্ত পথে ভাগে।
দেশের স্বার্থ ভুলে বসে
সন্ত্রাস বাদে ঢুকে,
নিজের বিপদ নিজে ডাকে
গুলি লাগে বুকে।
দেশদ্রোহী বুদ্ধিজীবী
ভ্রান্ত কর্ম করে,
পুলিশ হাতে ধরা পড়ে
যায় যে জেলের ঘরে।
মন্দ ভাগ্য কি আর বলবো
পড়ে লোভের বশে,
দেশের দলিল বিক্রি করে
চাকুরি যায় ধসে।