কবিতা -রূপবতী কন্যা
কলম -চন্দন বৈদ্য
তারিখ-০২/০৭/২৫
স্বরবৃত্ত (৪+৪/৪+২)
রূপবতী কন্যা ওগো
রূপ যৌবনে ভরে,
গাঁয়ের মাঝে চলছো তুমি
হাঁটছো নদীর চরে।
হৃদয় জুড়ে প্রেম জোয়ারে
ভালোবাসার ক্ষণে,
রূপের রানী রুপ সাগরে
এসেছিলে মনে।
গাঁয়ের মাঝে রূপের রানী
মনের দুয়ার খুলে,
ভুবন জুড়ে রূপের আগুন
ক্যামনে যাব ভুলে।
তোমার মিষ্টি মধুর বাণী
প্রেমের শীতল ছায়া।
তোমার তরে পরান কাঁদে
অপূর্ব সুন্দর কায়া।
আবেগ ঝরা প্রেম জোয়ারে
ভেসে যাবে ভবে,
হৃদয় মাঝে রয়েছো যে
ভালোবাসা সবে।