কবিতা -রূপবতী কন্যা
কবি- চন্দন বৈদ্য
রূপবতী কন্যা ছিল
সুন্দর এই ভবে,
রূপে মুগ্ধ হয়ে গেলাম
দেখলাম তাকে যবে!
রুপের বন্যায় ভাসে সে যে
ভুবন আলো করে,
শত শত রাজকুমার যে
আসে বিয়ের তরে।
খিলখির হাসি খুব সৌন্দর্যে
অঙ্গ যে তার দুলে,
অপরূপ য়ে চুলের বেনী
সুন্দর সুন্দর ফুলে।
টানা টানা ওই দুই চোখে
কি যে জাদু আছে,
রূপের বন্যায় সব ভুলে যায়
আসে যখন কাছে।
তোমার মুখের মিষ্টি হাসি
মারল বুকে যে বাণ,
দিবানিশি স্বপ্নে বিভোর
তুমি আমার যে জান।
তব রাঙ্গা দুই চরণে
যেই না নুপুর বাজে,
মনের নন্দে ব্যাকুল হয়ে
থাকি সকাল সাঁঝে ।
রূপবতীর রূপের বানে
বইছে হৃদে বন্যা,
দাওনা বলে ও রূপসী
কোন বা দেশের কন্যা।