কবিতা-রথের মেলা
কলমে-চন্দন বৈদ্য
তারিখ-২৮/০৬/২৫
জগন্নাথ স্বামী নয়নগামী
ভক্তবাঞ্ছা কল্পতরু,
জীবন বাজি রাখতে রাজি
ছুঁইতে তোমার চরণ গুরু।
দু'শত ছয় কাষ্ঠ খোদায়
শিল্পী তব রথ গড়ে,
নয়ন যুগল মেলে প্রভু
দেখে সদা ভক্ত ভরে।
মন সারথি সদা রথী
হাজারো লাখো ভক্ত ছুটে
তব চরণে প্রণাম ভরে
ধনী প্রভাবশালীর গরিমা টুটে।
রথের চাকা গড় গড়িয়ে
ছুটে চলে মাসির বাড়ি,
অন্তরে তারে হৃদ মাঝারে
লাল পাড়ে নীল শাড়ি।
ভগবান দর্শনে ছুটে ভক্ত
হরিনাম সংকীর্তনে,
ভগবান যে করে কৃপা
রাখে সবাইকে যতনে।
রথের মেলার হরেক জিনিস
চলে কেনা বেচার ধুম,
লুচি পাপড় জিলাপি খাজা
ব্যবসায়ীর চোখে নাই ঘুম।
গতানুগতিক জীবনের রুষ্ট
মেলা চলে হয় সন্তুষ্ট।
ধনী গরিব নির্বিশেষে
আবাল বৃদ্ধ বনিতা তুষ্ঠ।