কবিতা : রক্তে লেখা
কবি : মহামায়া রুদ্র
তারিখ : ১৭-০৫-২০২৫
রক্ত ফোটার বিনিময়ে গড়া
স্বাধীন ভারত ভূমি,
চির শান্তির সুখের আবাস
তোমার চরণ চুমি।
কবি নজরুল, রবীন্দ্রনাথ
বিদ্যাসাগরের শিক্ষা,
ভারতবাসীকে দিয়েছিল যে
মৈত্রী ও প্রেমের দীক্ষা।
শিখিয়েছিল দুঃখীর পাশে
দাঁড়াতে স্নেহের সাথে,
অন্ন,বস্ত্র,বাসস্থান,জুগিয়ে
চলতে একই পথে।
নানান জাতির সুখের দেশে
সহসা প্রবল ঝড়,
উঠলো জ্বলে দাঙ্গার আগুন
সকলে হল যে পর।
ধর্মের নামে হানাহানি এলো
মায়ের চোখেতে জল,
ধর্ষিতা বোনের ক্ষতবিক্ষত শরীর
চোখ দুটি টলটল।
নিভলো অকালে মঙ্গল দ্বীপ
মশা লুটলো জ্বলে,
সহস্র কন্ঠ তাই গর্জে ওঠে
পথে নামে দলে দলে।
আপস নহে প্রতিকার চাই
নাইতো প্রাণেতে ভয় ,
জ্বালতে আলোক আগের মত
জীবন করলো ক্ষয়।
নতুন প্রজন্ম দেখল চেয়ে
জনতার জাগরণ,
রক্তলেখার অমর কাহিনী
ভুলবে না আমরণ।