কবিতা –যুগ পরিবর্তনের হওয়া
কলমে-চন্দন বৈদ্য
তারিখ-১৪/০৬/২৫
যুগ পরিবর্তন হাওয়া চলছে
এই সমাজের প্রতিক্ষণে,
স্বার্থসিদ্ধির আশায় থেকে
বিপথ চলে জনে জনে।
বইছে ধীরে সুন্দর সৃষ্টি
অমানুষের খোলস ছিড়ে,
শান্ত ধারায় এই পৃথিবী
অমানুষ যে ঘুরে ফিরে।
আসল নকল ফারাক বুঝে
চলতে হবে সমাজ পরে
মনুষ্যত্ব নেইকো ওদের
নিজের স্বার্থ সিদ্ধির তরে ।
ছলে বলে কৌশলে দিয়ে
কব্জা করতে সেও পারে ,
মানবতার গান ধরে যে
শান্ত দেহে কুড়াল মারে।
মুখে মিষ্টি মধুর হাসি
ছলনার তো নেইকো জুরি,
সুযোগ পেলে উজাড় করে
মনের ঘরে করবে চুরি।