কবিতা -যদি
কবি -ডেইজী আশরাফ
২৭/২/২০২৫
যদি আর তোমার সাথে
কোনোদিন দেখা নাহি হয়,
ভালো বেসে আবেগ ভরে
না ভরো এই হৃদয়।
চুম দিয়ে যদি আর
ঘুম নাহি আমার পাড়াও,
বুকে তুলে নিতে কখনো
হাত দুটি নাহি বাড়াও।
ঠোঁটের পরে ঠোঁট রেখে
নাও স্বপ্নের দেশে
যৌবন সাজাও সারা শরীরে
গভীর ভালো বেসে।
ভেবো নাকো ভুলে যাবো
তোমাকে আমি কোনোদিন,
না আসলে ও তোমাকে পাবার
রাখবোনা কোনো ঋন।
তুমি হবে আমার জীবনের
প্রতিটি সময়ের ক্ষন,
তোমাকে ভেবেই কাটবে জেনো
আমার সারা জীবন।