কবিতা -যদি এমন হতো
কবি– রীমি ফেরদৌসী
সহ সভাপতি নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
যদি এমন হতো
ইচ্ছে হলে তোমায় কাছে পেতাম মনের মতো।
সাধ্য মতো সাজাতাম তোমায় আমার স্বপ্ন মেখে
জ্বলতো কেউ দেখে।
পাখি যদি হতাম
পাহাড় ঘেঁষা মেঘের দেশে উড়ে উড়ে যেতাম।
বৃষ্টি ছুয়ে সুখ মিশিয়ে হতো হয়তো মধুর আলিঙ্গন
কভু থাকলে অনশন।
স্বপ্নে যেতাম ডুবে
আলেয়াকেই করতাম বরন আলো ভেবে ভেবে।
এক স্বপনে কাটিয়ে দিতাম তুচ্ছ বাকি জীবন
হতে যদি আপন।