1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

কবিতা -মেধার ডাক  কবি- জাহিদ সরোয়ার 15/5/24

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

কবিতা -মেধার ডাক
কবি- জাহিদ সরোয়ার
15/5/24

কলেজ প্রাঙ্গণে জমা হয়েছে কিশোর-তরুণের ঢল।
তাদের হাতে প্ল্যাকার্ড,
তাদের কণ্ঠে বজ্রের মতো ধ্বনি—
“কোঠা নয়, চাই ন্যায্য মেধার স্বীকৃতি।”
তারা জানে,
এই লড়াই শুধু তাদের নয়,
আগামী দিনের জন্য এক পরিবর্তনের ডাক।
শিক্ষকরা সামনে দাঁড়িয়ে বলেন—
“তোমাদের মেধা যেন মাটিতে মিশে না যায়।
তোমাদের লড়াই আমাদের লড়াই,
আমরা হাত মেলাবো তোমাদের সঙ্গে।”
প্রফেসরের উচ্চারণে সততার সুর—
“কোঠার রাজনীতি
আমাদের ভবিষ্যৎ কেড়ে নিতে পারবে না।”
অভিভাবকরা হাতে ব্যানার তুলে নেন,
তাদের চোখে স্পষ্ট প্রতিজ্ঞা—
“আমাদের সন্তানদের স্বপ্ন বাঁচাতে
আমরা শেষ পর্যন্ত লড়বো।
কোঠার অন্যায় কৌশল
আমাদের হার মানাতে পারবে না।”
শহরের প্রতিটি কোণে
জমে ওঠে এক প্রতিরোধের আগুন।
তরুণেরা শপথ নেয়—
“এই সমাজে অন্যায়ের জায়গা নেই।
আমরা ইতিহাস বদলে দেবো,
আমাদের পথ রক্ত দিয়ে হলেও
সত্য আর মেধার আলোয় আলোকিত হবে।”

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট