কবিতা-মধুকবি স্মরণে
কবি -পত্রলেখা ঘোষ
(শেক্সপিয়ারের রীতির সনেট)
কাব্য মাঝে অত্যুজ্জ্বল মধুকবি তুমি
এমন সন্তান পেয়ে ধন্য বঙ্গমাতা!
হৃদে আছো প্রতিক্ষণে তব পদ চুমি,
মানবের চিত্ত মাঝে শ্রদ্ধাসন পাতা।
সার্থক করতে স্বপ্ন বিদেশেতে পাড়ি
স্বপ্ন ছিল হবে তুমি মিল্টন কবি;
বঙ্গমাতা দিলো ডাক এলে তাড়াতাড়ি
অমিত্রাক্ষর ছন্দেতে আঁকো নানা ছবি।
ব্রজাঙ্গনা বীরাঙ্গনা নাটক শর্মিষ্ঠা,
প্রহসনে পারদর্শী তুমি পথ দ্রষ্টা।
বাংলাকে শক্ত ভিতে করলে প্রতিষ্ঠা
তুমি মেঘনাদবধ মহাকাব্য স্রষ্টা।
স্মৃতিপটে জাগরিত রবে চিরকাল,
মধুহীন বঙ্গ আজ রয়েছে কাঙ্গাল।