কবিতা -ভালো লাগে
কবি-উম্মি হুরায়েরা বিলু
ভালোবাসি দেশ মাটি
ভালোবাসি খাল,
ভালো লাগে শিউলির
ফুলে ভরা ডাল।
ভালোবাসি জ্যোৎস্নার
তারা ভরা রাত,
ভালো লাগে হাঁটতে
হাতে রেখে হাত।
ভালোবাসি শুনতে
পাখিদের গান,
ভালো লাগে দেখতে
মাঠ ভরা ধান।
ভালোবাসি বেলি জুঁই
আর কামিনী,
ভালো লাগে দেখতে
দীঘির পানি।