কবিতা-ভাঙ্গা মন
কবি -মহসিন আলম মুহিন
একা একা অনেকটা পথ চলা-
মাঝ পথে হোঁচট খেয়ে থেমে কিছু বলা।।
বুড়ো বটগাছ ভাঙ্গা মন একটু খানি বসা,
দেয় না বাতাস আগের মত, লাগে না তেমন খাসা।।
পাশেই পাহাড় ঝর্ণা ধারা বহে-
আগের মতন কথা নাহি কহে।।
চোখ জুড়ানো নদীর বুকের ঢেউ-
তাও কেনো মন্দ লাগে, বোঝে না যে কেউ।।
নেই কেন সেই হাত খানা আজ হাতে-
কেমনে চলি, কি যে বলি, নেই কেন সে সাথে।।
কদম ফুলের মন জুড়ানো কানের দুলের শোভা,
কে নিলো, কোথায় গেলো, কালো কেশের খোঁপা।।
চোখ বেয়ে আজ অশ্রু ঝরে, ব্যথায় ভরে হিয়া,
চাঁদ আছে তারাও আছে-নাই শুধু মোর প্রিয়া।।