কবিতা -বিবেক বুদ্ধি
কলমে- চন্দন বৈদ্য
বিবেক বুদ্ধি কাজে লাগাও
সঠিক পথটা ধরে,
সফলতা আসবে একদিন
নন্দে ধরার পরে।
মানুষ তুমি শ্রেষ্ঠ প্রাণী
উন্নত যে কর্ম,
কর্মের ফলে পাও যে তুমি
শ্রেষ্ঠ আসন ধর্ম।
বিবেক বুদ্ধি না হারিয়ে
সঠিক পথেই ধরো,
জীব সেবাই যে সিদ্ধহস্ত
জীবন নন্দে ভরো।
মানুষ আজি উন্নত জীব
ধর্ম আজ লুপ্ত,
লোভের বশে অসামাজিক
কর্মে সবাই যুক্ত।
মনের মাঝে রাখো শক্তি
পরোপকার করো,
মনে পাবে প্রবল শক্তি
আত্মশুদ্ধি ভরো।