কবিতা বিদ্রোহী কবি
কবি: মহামায়া রুদ্র।
তারিখ:-২৯-০৫-২০২৫
ফিরে এসো হে বিদ্রোহী বীর
তোমারে করি স্মরণ,
শ্রদ্ধায় মস্তক অবনত
ভুলবো না আমরণ।
তুমি তো আছো হৃদয় মাঝে
কবিতা, গল্প ও গানে,
তব দেখানো পথেতে হেঁটে
জেনেছি চেতন মানে।
মানববন্ধন কীর্তি তব
ঘুচালে জাতি বিদ্বেষ,
তোমার মন্ত্রে দীক্ষিত হয়ে
উন্নত শিরে স্বদেশ।
অন্যায়ের প্রতিবাদে যবে
কলমে ঝরে আগুন,
অত্যাচারী পিছু হটে যায়
ফিরে আসে যে ফাগুন।
শত যন্ত্রণা সয়েছ তবু
ছিল না আয়োজন,
আজি এই অস্থির সময়ে
তোমাকে-ই প্রয়োজন।