কবিতা---বাংলার বর্ষার গান
কলমে--চন্দন বৈদ্য
স্বরবৃত্ত ছন্দে
আষাঢ় মাসে বর্ষা নামে
কৃষক নন্দে ভরে,
ফসল ফলায় সবুজ মাঠে
ধান যে আসে ঘরে।
টুপুর টাপুর বৃষ্টি পড়ে
বাংলার বর্ষা নামে,
টিনের চালের বর্ষা ধ্বনি
মন আনন্দ ধামে।
বৃষ্টি বেশি হলে পরে
প্রবল বন্যা নামে,
ঘরবাড়ি ও ফসল নষ্ট
দুর্দশায় যে ঘামে।
ত্রাণ শিবিরে আশ্রয় নেয় যে
শত শত জনে,
বিধির বিপাক আশ্রয়হীন সব
চরম দুর্দশায় সনে।
বানের জলে ভাসে বাড়ি
মানুষ পশু মরে,
ত্রাণ সাহায্য পায় না যে লোক
দুর্নীতিতে ভরে।
পরিমিত বৃষ্টি হলে
ফসল হয় যে ভালো,
অধিক বৃষ্টি ডুবে সবে
ভাগ্য হয় যে কালো।