1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

কবিতা -বলবোনা থেকে যাও। কলমে:শাশ্বতী রায়। ০৩/১১/২৪

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

বলবোনা থেকে যাও
কলমে ঃ শাশ্বতী রায়।
০৩/১১/২৪
একদিন সুখ ছিলো খুউউউউউব
আজ আর সেই দিন গুলো নেই বিবর্ণ হয়ে গেছে।
সুখ পাখিটা বাতাসের তোড়ে হারিয়ে গেছে
দূর অজানায়,
মনটা ডানা ঝাপটায় কিছুটা ভালোবাসার পরাগ মাখতে চায়।
থাক তবুও বলব না থাক অগোচরে
বলবোনা আর থেকে যাও পাশে চিরদিন,
বলবো না হাতটি ধরে তোল,
পড়ে আছি পড়ে থাকবো,
যখন হুঁশ হবে
ঈশ্বর শক্তি দিলে তখনই উঠবো।
বলবোনা আর কখনও ভুল করেও ভালোবাসো, কাছে আসো।

তুমিতো আর সেই তুমি নেই যে
তাই আর বলবো না হাতটা পুড়ে গেলো,
বলবোনা একটু মলম লাগাও,
বলবো না শাড়িটা টেনে দাও, কুচি গুলো ধরেে দাও।
বলবো না বোতাম গুলো খুলে দাও,
কেন না এগুলো বলে দিতে হয় নি তো কোন দিন।
নিজে থেকে করে দিতে কিন্তু,,
আজ অনেকটা অন্য রকম হয়ে গেছো।
নিয়তি আজ নতুন রূপে খেলছে খেলা
এভাবেই কাটছে সারাবেলা,
আজ যে বড্ড একেলা।
কেউ নেই আমার ব্যথা জানাবার, কেউ নেই নিজে থেকে বোঝার ।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট