বন্ধন
মোঃ সেলিম হোসেন
০৩ নভেম্বর, ২০২৪ খ্রিঃ।
সেদিন পথে দেখেছিলাম তারে,
আমার দিকে তাকায় আঁড়ে আঁড়ে।
অপলক তার ছিলো দুটি চোখ,
সন্ধান ছিলো যেসো পরম সুখ।
শাড়ির আঁচল ঝুলে ছিলো পাছে,
দেখলাম তাতে প্রেমের ছোঁয়া আছে।
বিনুনি টা খাচ্ছিলো তার দুল,
যার মাথাতে বাঁধা ছিলো ফুল।
দেখতে কালো তাতে কি'বা আছে,
মনটা কেবল ছুটছিলো তার কাছে।
প্রসারিত কপাল ছুঁয়ে ভ্রু,
প্রেম সাগরে যেনো দক্ষ ক্রু।
কাজল কালো দীঘল দু'টি চোখে,
ভালোবাসার ঢেউ খেলছিলো সুখে।
অমন রূপে মুগ্ধ হয়ে তাই,
হাত বাড়িয়ে তার কাছেতে যাই।
মিষ্টি হেসে ষোড়শী হাত ধরে,
আমার নিলো পরম আপন করে।
দুজন মিলে ধরলাম একই পথ,
শুরু হলো নতুন জীবন রথ।