কবিতা -বকুল সখী
কবি -উম্মি হুরায়েরা বিলু
তিন অক্ষরের ছোট্ট ফুল
নাম যে তার বকুল
তাহার মিষ্টি ঘ্রাণে আমার
মন যে হয় আকুল।
বুকল তোমার ঘ্রাণে আমি
হারাই নিজেকে
তোমার মালা গেঁথে আমি
দিবো সখীকে।
দীঘির জলে ভাসিয়ে দিলাম
বকুল ফুলের দল
ফুল পাখিরা নাচছে সেথায়
দেখবো সখী চল।
সখী তুমি উড়ে গিয়ে
বসবে বকুল ডালে,
হাঁটবো আমি মিলিয়ে পা
তোমার ডানার তালে।
তোমার রঙিন পাখায় করে
আনবে বকুল তুলে
সেই বকুলই পড়িয়ে দিবে
আমার এলো চুলে।
চুলের খোঁপায় জড়িয়ে দিবো
বকুল ফুলের মালা,
সেই ফুলের ঘ্রাণে দূর হবে
মনের দুঃখ জ্বালা।
আমার সখী প্রজাপতি
পিছন ফিরে চাও
দিচ্ছি আমি বুকল মালা
সঙ্গে রেখে দাও।
বকুল ফুল সাক্ষী রেখে
কথা দিয়ে যাও
আসবে আবার আমার
কাছে সময় যদি পাও।