1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

কবিতা – ফেসবুকের ফাঁদে কবি – আশীষ খীসা তারিখ -০৫।০৫।২০২ট খ্রিঃ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

কবিতা – ফেসবুকের ফাঁদে
কবি – আশীষ খীসা
তারিখ -০৫।০৫।২০২ট খ্রিঃ

কবিতারা এখন গুমরে গুমরে
মনের দুঃখে শুধু কাঁদে,
কেন কাঁদে জানো?কারণ কবি
পড়েছে ফেসবুকের ফাঁদে।

কবিতা লেখার তার এখন সময় নাই
ব্যস্ত শুধু কনটেন্ট বানাতে,
মনিটাইজেশন পেয়েছে মাসখানেক আগে
এখন চায় শুধু টাকা কামাতে।

কবি এখন দিনরাত সদা ব্যস্ত
কারোর না কারোর কোন লাইভে,
কবির মনে এখন একটাই স্বপ্ন
সামনের দিকে কীভাবে আগাবে।

কবি এখন একজন কনটেন্ট ক্রিয়েটর
কনটেন্ট বানাতে সময় চলে যায়,
কবির কল্পনায় নেই আর কবিতা
তাই কবিতারা আজি খুব অসহায়।

কবির মনে নেই আর আগের মত
উপলব্ধি,অনুভূতি ও কল্পনা,
একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কীভাবে
সফল হবে এটাই তার একমাত্র কামনা।

যদিও মনে পড়ে কবির কবিতার জগৎ
ভাবজগতের বিচরণের কথা,
কবিতার চরণ,ছন্দ ও মাত্রার কথা স্মরণ হলে
কবির মনে লাগে খুব ব্যথা।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট