1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

কবিতা:- প্রেম বাঁধা যায়না শিকলে কবি:- মহামায়া রুদ্র। তারিখ:-১৩-০৫-২০২৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

কবিতা:- প্রেম বাঁধা যায়না শিকলে
কবি:- মহামায়া রুদ্র।
তারিখ:-১৩-০৫-২০২৫

সেদিন সমুদ্র কিনারে সবুজ ঝাউবনের গভীরে
তুমি আর আমি
অবুঝ প্রণয়ের উচ্ছাসে
হাতে–হাতের স্পর্শ পেয়ে
অপলক দৃষ্টিতে তাকিয়ে হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করেছিলাম
ভালোবাসা,
দুরন্ত প্রেম ছুটে এলো তখন
হাওয়ার আবেশে।
গোধূলি বেলা সমুদ্র কিনারে সূর্যের লাল আভায় পাশাপাশি হাঁটলাম ।
নানা রঙের প্রজাপতি
চোখের সামনে দিয়ে উড়ে গেল মৌমাছিরা আঁখি মেলে তাকালো
স্বপ্নেরা শঙ্খচিলের মতন ঘুরপাক খেতে খেতে
নিঃশব্দ বাতাস ছুঁয়ে যাচ্ছিল।

সময় সেতো চলে যাচ্ছে
চুপি চুপি।
ভালোবাসার কোন গন্তব্য নেই
আমাদের পায়ের চিহ্ন থেকে যাচ্ছে বালির উপর।
আবার আসবো ফিরে এই পদচিহ্ন ধরে নতুন কোন দিনে।

যত এগিয়ে যাই ততই লাগে মধুময়।
যতই দেখি তোমায়
দেখার আশা মেটেনা আমার।
ভালোবাসা কি” ঠিক এমনই হয়?
আধো আলো আর আধো অন্ধকারের মতো?
প্রকৃতির সমস্ত রূপ আজ
হার মেনেছে তোমার রূপের কাছে।
মিটিমিটি তারা জ্বলে ধূসর আকাশের গায়ে।
তোমার জোছনায় মনে হয় আলোকিত তারা।
চুলের ঘ্রানে মন যেপাগল প্রায়।
রেশমি চুড়ির টুংটাং সুর
ভেসে যাই দূর থেকে বহুদূর। ছোট্ট টিপ,আর হালকা লিপস্টিক। মুখে মধুর হাঁসি,
এমন শান্তি পাইনি কখনো আগে।
ঢেউ খেলানো শাড়ির আঁচল
আমায় ছুঁতে চায় নীরবে।।
@সবাই

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট