#পাগলী মা#
ইলা কারকাট্টা
পাগলীটা আজ মা হয়েছে
পেয়েছে সে এক অমূল্য রতন।
আঁস্তাকূঁড়ে সে রোজই খোঁজে
কী যেন সে খুঁজে ফেরে।
খুঁজতে খুঁজতে পেয়েছে সে এক
সাত রাজার ধন মানিক রতন।
রাতের আধারে মেয়ে বলে---
সভ্য সমাজ গিয়েছে ফেলে।
সেই রত্ন বুকে তুলে নিয়ে
পাগলীটা আজ মা হয়েছে।
মুখে নিয়ে মিষ্টি মধুর হাসি
করছে মেয়েকে মায়ের যতন।
চলমান পথে সভ্য সমাজ
দেখছে চেয়ে অবাক হয়ে।
পাগলীটাও আজ মা হয়েছে
পেয়েছে সে এক অমূল্য রতন।