কবিতা -নিয়তী
কবি -ডেইজী আশরাফ
১৬/১/২০২৫
আজকার যুগে মানুষ
সাজে মানুষের নিয়তি
তারাই রুখে যমদুত হয়ে
মানুষের প্রানের গতি –
কিছুই বলা যাবেনা
পড়বে মুখে ঝাঁটা
পাওনা চাওয়া যাবেনা
যাবে গলা কাটা —
বন্ধু হয়ে দাঁড়ায় বন্ধুর
মরন যমদুত
বাপ ও যে বুঝেনা
কিসের তরে পুত —
স্বামী ও যে জবাই করে
বৌকে টাকার লোভে
যৌতুকের অভিশাপে পাড়ি দেয়
বৌ অন্য ভবে —
মনুষ্যত্ব বিসর্জন দেয়
৷ বোনকে লাগায় ভোগে
যার পাপে মরে শেষে
নিজেই ধুকে রোগে —
হায়রে পৃথিবী বিষাক্ত আজ
হায়রে মানুষ বিষ
তাদের কথায় ঝরে যএন
কালনাগিনীর শিষ -।