কবিতা :-নারী
কবি- মহামায়া রুদ্র।
তারিখ:--০৬-০৫-২০২৫
নারী মানে-তো মস্ত আকাশ
অগাধ ভালোবাসা,
নারী মানে তাই মাতৃ স্নেহ
মায়া, মমতা, আশা।
নারী মানে জানি দশভুজা
চতুর্দিকেতে দৃষ্টি,
নারী মানে ভয়াল প্রকার
নারী আবার সৃষ্টি।
নারী মানে সকল পেশায়
ভয়হীন সেবিকা,
নারী মানে কন্যা, ভগ্নি, জায়া
ঐশ্বরিক দেবুকা।
নারী মানে তুলনা বিহীন
আবেগ মাখা জয়,
নারী মানেই রক্ষাকবচ
নেই তো কভু ভয়।
নারী শুধুই সম্মান চায়
চায়না বেশি কিছু,
কষ্টে থেকেও ভুলবে না'তো
দাঁড়াবে তব পিছু।